প্রকাশিত: Wed, Feb 8, 2023 4:21 PM
আপডেট: Sat, May 10, 2025 1:05 PM

ভয়াবহ মানবিক বিপর্যয়, উদ্ধার ১০ হাজারের বেশি মরদেহ

তুরস্ক ও সিরিয়ায় অসংখ্য মানুষ আটকা পড়ে আছে ধ্বংসস্তুপে

সাজ্জাদুল ইসলাম: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের তিন দিন পার হয়েছে, প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার সকাল পর্যন্ত দুই দেশে ১০ হাজার জনেরও বেশি মানুষের মরদেহ পাওয়া গেছে, যাদের বেশিরভাগই তুরস্কের নাগরিক। ভয়াবহ ঠাণ্ডায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, বেড়েছে বেঁচে থাকা বিপন্ন মানুষের কষ্ট। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, বিবিসি, এক্সপ্রেস

তুরস্কের কর্মকর্তারা বুধবার জানান, তুরস্কে ৬৯৫৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৮২২৪ জন। সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত ১২৫০ জন নিহত ও ১৪৪৯ জন আহত হয়েছে। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরপশ্চিমাঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকতারা জানান, সেখানে ১২৮০ জন নিহত ও ২৬০০ জনের বেশি আহত হয়েছে। অসংখ্য মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে। 

হোয়াইট হেলমেট জানিয়েছে, সিরিয়ার আলেপ্পোয় ৪০০ ভবন বিধ্বস্ত, ১৩০০ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার অন্যত্র আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ আরও জোরদার করা হয়েছে। ৪৮ ঘন্টা পরও ধ্বংসস্তুপের ভেতরে অসংখ্য মানুষ আটকা পড়ে আছে। সোমবারের দু’দফা ভূমিকম্পে বিশাল এলাকায় বহু শহর ও জনপদ ধুলিস্যাৎ হয়ে গেছে। তুরস্কের দক্ষিণাঞ্চলের উৎপত্তিস্থল গাজিয়ানটেপে অসহনীয় ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে উদ্ধার তৎপরতা পরিচালিত হচ্ছে। রাতে সেখানে তাপমাত্রা ২্০ এর নীচে নেমে গেছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানান যে, দুর্যোগ ও ত্রাণ কাজ চালানোর জন্য ৭০০০ সেনা পাঠানো হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় তিনটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ৭.৮, ৭.৬ ও ৬.০। এ ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশি সিরিয়ায় নজীরবিহীন ধ্বংস ও বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব